গাজীপুরের কাশিমপুরে বয়লার বিস্ফোরণের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বয়লার বিস্ফোরণ ও নিহতের ঘটনায় কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও বয়লারের ত্রুটিকে দায়ী করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসক ড. দেওয়ান মো. হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করেন।
এর আগে বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ নিয়ে একটি প্রতিবেদন জমা দেয়া হয়।
বয়লার বিস্ফোরণের ঘটনায় এ তদন্ত কমিটির একাধিক সদস্য জানান, বিস্ফোরণের ঘটনায় বয়লার পরিদর্শন অধিদপ্তরের সঠিক তদারকির অভাব, বয়লারের ত্রুটি ও কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে প্রধানত দায়ী করা হয়েছে।
গেলো ৩ জুলাই গাজীপুর কাশিমপুরের মাল্টিফ্যাবস পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও অর্ধশত শ্রমিক আহত হয়।
এসএস